জাতীয়

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন পাকিস্তানের স্পিকার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক। সফরের অংশ হিসেবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান।

পোস্টে আরও বলা হয়, বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #খালেদা জিয়া #পাকিস্তান