সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ আগামীকাল জানাজার উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবন এলাকায় নেয়া হবে। তার এই যাত্রার রোডম্যাপ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ তুলে ধরা হয়।
এতে বলা হয়, বেগম জিয়ার জানাজার নামাজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে। তার মরদেহ বহনকারী কনভয়ের যাতায়তের সময় সংশ্লিষ্ট সড়ক যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গাড়িবহর যাত্রা শুরু করবে। এরপর গাড়িবহরটি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে। বনানী, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড ও মহাখালী ফ্লাইওভার হয়ে এগিয়ে যাবে। পরে জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে একটি ইউ-টার্ন নেবে।
বামে মোড় নিয়ে সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে।
দুপুর ২ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আই/এ