বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু করে আগামী এক সপ্তাহ বিএনপির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে এ সময় দলের সব নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করবেন।
এছাড়া নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানের চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ে শোক বই খোলা থাকবে বলে জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার সকাল ৯টায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানানোর পর এই শোক কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি। পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।’
তিনি আরও জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।
এমএ//