রাজনীতি

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

বগুড়ার পৈতৃক আসনের পাশাপাশি এবার রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (২৮ ডিসেম্বর) সকালে তার পক্ষে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।

গুলশান ও বনানী নিয়ে গঠিত অভিজাত এই আসনে তারেক রহমানের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

এদিকে তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। শনিবার রাতে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উইং তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। কমিশনের সভায় অনুমোদন মিললে আজ বিকেলের মধ্যেই তারা গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির পর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য একদিন সময় পাবেন তারা।

ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়ার আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক গুরুত্বপূর্ণ আসনে তারেক রহমানের সক্রিয় অবস্থান নির্বাচনী মাঠে বিএনপিকে কৌশলগতভাবে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।

অন্যদিকে, বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান #ঢাকা-১৭ #বিএনপি