রাজনীতি

হাদির কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীতে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে সকাল সাড়ে ১০টার পর গুলশানের বাসভবন থেকে বের হন তিনি।

কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নাগরিক হিসেবে নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। 

এরপর তিনি রাজধানীর পঙ্গু হাসপাতাল—জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যাবেন। সেখানে গত জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গেল বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা মঞ্চে যান। পথে রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান এবং সেখান থেকে রাতে গুলশানের বাসভবনে ফেরেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #তারেক রহমান #হাদি