রাজধানী

হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকালও শাহবাগ অবরোধের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আগামীকাল শনিবার আবারও শাহবাগ অবরোধ এর ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগে এ কর্মসূচির ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যাঁরা জড়িত, এর যাঁরা পরিকল্পনাকারী, হত্যাকারীতাঁদের সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজকে শাহবাগ অবরোধ করেছি। আগামীকালও করা হবে। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে।

হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেন, সরকারের অবস্থা দেখে বোঝা যায়, বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। প্রয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অথবা ক্যান্টনমেন্ট ঘেরাও করা হবে।

পূর্বঘোষণা অনুযায়ী, হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাদি হত্যা