বিএনপি

স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় লাখো নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে অপেক্ষা করছেন লাখো নেতাকর্মী

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্মৃতিসৌধের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।

জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন। তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে তারা  বিভিন্ন স্লোগান দেনএ ছাড়া নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে এসে জড়ো হয়েছেন।

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, ‘আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। তাই আমরা দুপুর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত আছি। এই দিনটি আমাদের জন্য অনেক আনন্দের।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, ‘আমরা এই দিনটির জন্য অপেক্ষা করেছি। আমাদের নেতা তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন এবং সাভারে আসছেন। তাই আমাদের নেতাকে শুভেচ্ছা জানাতে লাখো মানুষ এসে ভিড় করছেন।

এর আগে বিকেলে তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান