দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেন। এর কিছু আগে, বিকেল ৫টা ১০ মিনিটে সেখানে পৌঁছান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
হাসপাতালে যাওয়ার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. জাহিদ হোসেনসহ দলের একাধিক শীর্ষ নেতা।
তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।