দেশজুড়ে

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২০ ডিসেম্বর) র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল:- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব-১৪ গণমাধ্যমকে জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একাধিক টিম ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সাত জনকে আটক করা হয়

প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহ জেলার ভালুকায় জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপুকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয়া হয়

পরদিন শুক্রবার নিহতের ভাই বাদি হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়।

 

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ময়মনসিংহের ভালুকা #হিন্দু ধর্মাবলম্বী #যুবককে পিটিয়ে হত্যা