আন্তর্জাতিক

মন্দিরে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গা এলাকার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (০১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন একাদশী উপলক্ষে ওই মন্দিরে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে ভিড় বাড়ে। এক পর্যায়ে কিছু ভক্ত একসঙ্গে সামনের দিকে ধেয়ে পড়লে কয়েকজন মাটিতে পড়ে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারতে #অন্ধ্রপ্রদেশে #ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে #পদদলিত