আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে নিয়ে ‘কোর-ফাইভ’ জোট গড়ার পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনকে নিয়ে নতুন ‘সুপারক্লাব’ বা জোট গড়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘কোর-ফাইভ’ নামে এই জোটে ভারত এবং জাপানও থাকবে।

সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতিতে এমন গুঞ্জন চলছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেয়নি পাঁচ দেশ।

মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’ জানিয়েছে, গত সপ্তাহে হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে এই জোটের ইঙ্গিত রয়েছে।

এর মাধ্যমে ইউরোপ নিয়ন্ত্রিত বিদ্যমান জোট জি-সেভেন এবং গণতন্ত্র ও সম্পদের ওপর ভিত্তি করে গঠিত অন্যান্য জোটগুলোকে এড়িয়ে যাওয়া হবে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া ও চীন #কোর-ফাইভ #মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প #ভারত এবং জাপান