বিএনপি

অতীতে বিএনপি যে চক্রান্তের কথা বলেছিলো পরিস্থিতি সেদিকেই যাচ্ছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,  অতীতে বিএনপির পক্ষ থেকে যে চক্রান্তের কথা বলা হয়েছিল, পরিস্থিতি সেদিকেই এগিয়ে যাচ্ছে। দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনাশীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন

তারেক রহমান বলেন,  ওসমান হাদির ওপর এই ঘটনা ঘটিয়েছে একটি মহল। কিছুদিন আগে চট্টগ্রামেও আমাদের এক কর্মীর ওপর হামলা হয়েছিল। এসব ঘটনার মাধ্যমে কেউ ফায়দা লোটার চেষ্টা করছে।

তিনি বলেন,  রাজনীতির অভিজ্ঞতা কম বা বেশি বলে কথা নয়, নির্বাচন কঠিন হবে। গতকালের ঘটনা, চট্টগ্রামের ঘটনা প্রমাণ করে অতীতে যে চক্রান্তের কথা বলেছি, সেদিকেই এগিয়ে যাচ্ছে সবকিছু।

তিনি আরও বলেন,  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার পেছনে থাকা অসৎ উদ্দেশ্য খতিয়ে দেখতে হবে।

তারেক রহমান বলেন, ষড়যন্ত্র থেমে নেই দেশের কল্যাণে আমরা যদি ঐকবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামানো যাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। তাই যেকোনও মূল্য নির্বাচন হতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আসুন, ঐক্যবদ্ধ হই আমরা। যে পরিকল্পনা করেছি, তা জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের বোঝাতে হবে। আমরা আমাদের পরিকল্পনা বোঝাতে পারলে অবশ্যই সাফল্য আসবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান