অর্থনীতি

ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ইতালি থেকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয়ে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনী এবং লিওনার্দো এস পি এ ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট সই হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,   বিমান বাহিনী সদরদপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং লিওনার্দো এস পি এ ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট সই হয়। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর  জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্ট-এর আওতায় লিওনার্দো এস পি এ বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #টাইফুন