জাতীয়

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে পৌঁছেছে চীনা বিশেষজ্ঞ দল

ছবি: সংগৃহীত ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি মূল্যায়নে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসকদল ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বুধবার (০৩ ডিসেম্বর) রাত ১০টার পর তারা হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।

চীনা চিকিৎসকরা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা করবেন এবং চিকিৎসা–সংক্রান্ত দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।

এর আগে সন্ধ্যায় তার খোঁজ নিতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। প্রায় আধঘণ্টা অবস্থান করে তিনি পরিবার ও দলীয় নেতাদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

দীর্ঘদিনের নানা জটিলতা—আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যায় ভুগতে থাকা খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটজনক, যদিও তিনি চিকিৎসা নিতে সক্ষম আছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে তাকে এভারকেয়ারে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে ভর্তি করার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #খালেদা জিয়া #প্রধান উপদেষ্টা #এভারকেয়ার হাসপাতাল #এভারকেয়ার