আইন-বিচার

এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন সজীব ওয়াজেদ জয়

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার (০৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রসিকিউশনের দাবি, আন্দোলন চলাকালে পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা স্থগিত রেখে সহিংসতা ও হত্যাকাণ্ড সংঘটনে ভূমিকা রাখেন সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই অভিযোগে জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।

এদিকে আরেক মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে। তদন্তকারীরা জানিয়েছেন, আন্দোলন দমনে কারফিউ জারি ও আন্দোলনকারীদের দমন-পীড়নে পরামর্শ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। 

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বা আগামী সপ্তাহের শুরুতেই দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা হবে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে কয়েক দফায় ইন্টারনেট বন্ধ রাখা হয়। ১৭ জুলাই রাত থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট অচল ছিল। পাশাপাশি ফেসবুক–হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ১৩ দিন নিষ্ক্রিয় থাকে, যা ৫ আগস্ট দুপুরে স্বাভাবিক হয়। ফলে সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা যোগাযোগে চরম দুর্ভোগে পড়ে। এটি ছিল একটি পরিকল্পিত পদক্ষেপ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই #জয় #সবিজ ওয়াজেদ জয় #শেখ হাসিনা #গণঅভ্যুত্থান