রাজনীতি

বদলে গেল জামায়াতের প্রার্থী, দাড়িপাল্লা এখন কৃষ্ণ নন্দীর হাতে

খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তনের ঘোষণা দিল জামায়াত ইসলামী। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা সনাতন ধর্মের কৃষ্ণ নন্দীকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের নতুন মুখ হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (০৩ নভেম্বর) বিকেলে খুলনা মহানগর কার্যালয়ে জেলা পর্যায়ের এক কর্মী সমাবেশে এ সিদ্ধান্ত জানান দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

কৃষ্ণ নন্দী নিজেও নিশ্চিত করেছেন যে তিনি এবার জামায়াতের হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন। দলটির ইতিহাসে এবারই প্রথম সনাতন ধর্মাবলম্বী কাউকে প্রার্থী করা হলো।

গেল এক মাস ধরে খুলনার রাজনীতিতে কৃষ্ণ নন্দীর নাম নতুন চমক হিসেবে ঘুরছিল। দাকোপ ও বটিয়াঘাটা এলাকা থেকে তিনি নির্বাচন করবেন বলে জানানো হয়েছে।

ব্যবসায়ী কৃষ্ণ নন্দীর বাড়ি ডুমুরিয়ার চুকনগরে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের সনাতন সংগঠন—জামায়াত ইসলাম সনাতনী শাখার সভাপতি। খুলনা-৫ আসনে দলের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে গেল এক বছর ধরে নিয়মিত অংশ নিয়েছেন তিনি। তার উপস্থিতির পাশাপাশি হিন্দু নারী-পুরুষের উল্লেখযোগ্য অংশগ্রহণও দেখা গেছে এসব সমাবেশে।

এর আগে মো. ইউসুফকে খুলনা-১ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করানো হয়েছিল। তবে ১ ডিসেম্বর জামায়াতের আমির ড. শফিকুর রহমান খুলনায় এলে কৃষ্ণ নন্দী, ইউসুফ ও দলীয় নেতাদের নিয়ে বৈঠক হয়। সেখানেই কৃষ্ণ নন্দীকে সামনে এনে মাঠে নামানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ইউসুফও তাকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সী মঈনুল ইসলাম জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনে এখন থেকে কৃষ্ণ নন্দীকেই কেন্দ্রে রেখে সবাই একসঙ্গে নির্বাচনী মাঠে কাজ করবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #খুলনা #জামায়াত #জামায়াতে ইসলামী