জাতীয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে যান। প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করে  খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নেন প্রধান উপদেষ্টা।

১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল আজ সকালেই ঢাকায় পৌঁছেছেন।

তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন তিনি।

এর আগে মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

প্রধান উপদেষ্টার আগমনের কারণে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এসএসএফ, পিজিআর, বিজিবি এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারে ঘিরে রেখেছেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। চিকিৎসকেরা এখনও তার স্বাস্থ্যকে ‘গুরুতর’ হিসেবে দেখছেন এবং বলছেন, আগামী কয়েক দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনির কার্যক্ষমতা স্থিতিশীল না হলে সামগ্রিক উন্নতি আসা কঠিন।

খালেদা জিয়ার অসুস্থতার খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতা-কর্মীরা ভিড় করছেন, যা যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের সেখানে ভিড় না করার আহ্বান জানিয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #খালেদা জিয়া #প্রধান উপদেষ্টা