হংকংয়ের নিউ টেরিটরিজ অঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুট কোর্ট আবাসিক কমপ্লেক্সে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সন্ধ্যা নাগাদ ৫ নম্বর সতর্কতা জারি করা হয়, যা স্থানীয় মানদণ্ডে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্তরগুলোর একটি।
স্থানীয় দমকল বিভাগ জানায়, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে মোট ৭৬০ জন কর্মী মাঠে নামানো হয়। প্রায় ২৮ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই ৯ জন মারা যায়। ৬ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার হলে আরও ৪ জনের মৃত্যু হয়। আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি কা-চিউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
সংস্কারাধীন ওয়াং ফুট কোর্টে মোট আটটি আবাসিক ব্লক রয়েছে, যেখানে প্রায় দুই হাজার ফ্ল্যাট। বহু বাসিন্দাই আগুন লেগে যাওয়ার পর নিজ নিজ ফ্ল্যাটে আটকে পড়ে পুলিশের কাছে ফোন করেছেন। সাতটি স্টিল ল্যাডার ট্রাক ব্যবহার করে বাইরে থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাহিনী।
দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে মোট সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিটি ভবনের দায়িত্বে একজন করে সিনিয়র ফায়ার চিফকে নিয়োগ দেওয়া হয়েছে।
জরুরি পরিস্থিতিতে আশপাশের বাসিন্দাদের ঘরের দরজা–জানালা বন্ধ রেখে ঘরের ভেতর নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।
এমএ//