জুলাই গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
বুধবার থেকে আগামী ৩০ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে।
এর আগে গেল ১৭ নভেম্বর রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এই দণ্ডাদেশ দেন আদালত।
সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দন্ডাদেশ ঘোষণা করেন। ৬টি অধ্যায়ের ৪৫৩ পৃষ্ঠার এই রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এমএ//