রাজধানী

রাজধানীর আসাদগেট থেকে ১৪০০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মাদপুরের আসাদ গেট এলাকা থেকে ১৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরগ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ পারভেজ মোশারফ (২৩) ও মোঃ মেজবাহ উদ্দিন (২১)তারা দুইজন কক্সবাজারের বাসিন্দা।

সোমবার (২৪ নভেম্বর) ভোরবেলা সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর সহকারী পরিচালক ড. মোঃ আবু সাঈদ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবা ট্যাবলেট নিয়ে দুজন ব্যক্তি ঢাকার গাবতলীতে আসছে এ খবর পেয়ে আসাদ গেইট মোড় ট্রাফিক পুলিশ বক্স এর সামনে রাস্তার ওপর গাবতলী অভিমুখী সৌদিয়া নামীয় যাত্রীবাহী বাসটিতে তারা তল্লাশি চালান। এ সময় পারভেজ ও মেজবাহকে ইয়াবাসহ আটক করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। তারা ইয়াবা এনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের সরবরাহ করত।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিদর্শক জাকির হোসেন বাদি হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইয়াবা