দেশজুড়ে

অপারেশন ফার্স্ট লাইট-২ এ গ্রেপ্তার ৬৪, অস্ত্র ও মাদক উদ্ধার

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয়  পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট ২পরিচালিত হয়েছে   এতে ১১ জন ডাকাতসহ মোট ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, চোর-ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও মাদক কারবারিদের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিদের ধরতে বাড়ি-বাড়ি তল্লাশি, সড়কপথে চেকপোস্ট স্থাপন এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়। এ সময় অভিযানে তিন জেলা থেকে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে এ অভিযানে পুলিশে ২৫০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযানে ধারালো অস্ত্র, ইয়াবা, চোলাই মদ উদ্ধার করে পুলিশ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #অপারেশন ফার্স্ট লাইট-২