রাজধানীতে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সোমবার (১৭ নভেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএনসি উত্তরা সার্কেল।
ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মোস্তাক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মোছাঃ জাহানারা বেগম (৩০) ও মোছাঃ রোজিনা বেগম (২২)। অভিযানে তাদের কাছ থেকে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেলের টিম তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ৭৯ শহীদ তাজউদ্দীন আহমেদ সড়কের ফুটপাত এলাকায় নজরদারি স্থাপন করে। পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুই নারীকে সন্দেহজনক অবস্থায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের নিকট থাকা ব্যাগ তল্লাশিতে মোট ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে উত্তরা সার্কেলের পরিদর্শক জনাব দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএ//