সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ারশোতে প্রদর্শনী উড্ডয়নের সময় ভারতের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) ভয়াবহ এ দুর্ঘটনায় বিমানটির পাইলট মারা গেছেন। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতের বিমানবাহিনীও (আইএএফ) দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) নির্মিত তেজস বিমানটি স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে বিধ্বস্ত হয়। আকাশে রোল ম্যানুভার সম্পন্ন করার পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
ভারতীয় বিমানবাহিনী এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানায়, প্রদর্শনী উড্ডয়নের সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে এবং এতে পাইলট গুরুতর আহত হয়ে মারা যান। পোস্টে আরও বলা হয়, “এই মৃত্যুর ঘটনায় আইএএফ গভীর শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে।”
দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়—নিচু উচ্চতায় রোল সম্পন্ন করার পর প্রায় এক মাইল দূরে গিয়ে বিমানটি পড়ে গিয়ে আগুন ধরে যায়।
এমএ//