রাজনীতি

এনসিপির মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন

ঢাকা ৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে ভাইরাল রিকশা চালক সুজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি এ মনোনয়ন পত্র ক্রয় করেন। এসময় এনসিপির শীর্ষ নেতা নাসিরুদ্দীন পাটোয়ারী ও ডা. তাসনিম জারাও উপস্থিত ছিলেন।

রিকশাচালক সুজন বলেন, অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। তিনি রিকশাচালক হয়ে কেনো সংসদে যেতে পারবেন না? তিনি মানুষের পাশে থাকতে চান, তাদের কথা বলতে চান

তিনি বলেন,  তাঁকে নিয়ে অনেকে সমালোচনা করছেন। কিন্তু তিনি এসবের পরোয়া করেন না। তাঁর কোনো কর্মী নেই, তবে সাধারণ ছাত্র, শ্রমিক ও প্রবাসীরাই তাঁর শক্তি।

ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী

 

আই/এ