দেশজুড়ে

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে গাড়ি, নিহত ১

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) রেলিং ভেঙে  একটি প্রাইভেটকার নিচের সড়কে পড়ে গেছে। এ ঘটনায় শফিক (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর বন্দর থানার  নিমতলা মোড়ে এ ঘটনা ঘটে। বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়,  প্রাইভেট কারটি বিমানবন্দরের দিক থেকে এক্সপ্রেসওয়ে ধরে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় এটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

এসি মাহমুদুর রহমান  বলেন, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের সড়কে পড়ে গেলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #এক্সপ্রেসওয়ে