রাজধানী

খালেদা জিয়ার জানাজা, যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা মেনে চলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে ডাইভারশন কার্যকর থাকবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র‌্যাম্প দিয়ে নামা বন্ধ থাকবে। এক্ষেত্রে এফডিসি র‌্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট অথবা বিজয় সরণি অভিমুখে যান চলাচল সীমিত থাকবে।

কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়কটি যতটা সম্ভব এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ বিজয় সরণি ও ফার্মগেটের দিকে সীমিত যান চলাচল করবে।

বনানীমহাখালীগুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনাশাহবাগমতিঝিলপল্টনগুলিস্তানগামী যানবাহনকে মহাখালীজাহাঙ্গীরগেটকাজী নজরুল ইসলাম এভিনিউ এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে।

মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুরটেকনিক্যালশ্যামলী রিং রোড হয়ে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

মিরপুর অঞ্চল থেকে রমনা ও মতিঝিলগামী যানবাহন মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড বা লিংক রোড দিয়ে জাহাঙ্গীরগেটমহাখালীতেজগাঁওমগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করবে।

পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকে যান চলাচল সীমিত থাকবে। ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং এবং প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে যানবাহন ডাইভারশন করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে সীমিত যান চলাচল করবে।

জানাজা স্থল খালি রাখতে যেসব ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে

ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং, ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট ক্রসিং, রাপা প্লাজা ক্রসিং ও গণভবন ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে।

নির্দেশনা অনুযায়ী, রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ পশ্চিম অংশ হয়ে আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

যেসব স্থানে গাড়ি পার্কিং

ঢাকা মহানগরের যানবাহন পার্কিং করতে হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে।

ঢাকার বাইরে থেকে আগত জনসাধারণের বাসসহ অন্যান্য যানবাহন পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলো হলোমতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বউ বাজার ও গরুর হাট এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিএমপি