বিনোদন

মিথিলাকে ভোট দেওয়ার আজই শেষ দিন

বিনোদন ডেস্ক

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪তম আসর শুরু হয়েছে থাইল্যান্ডে। বাংলাদেশের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তানজিয়া জামান মিথিলা। শুরু থেকেই তার গ্ল্যামার, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং পারফরম্যান্স নজর কাড়ছে বিচারক ও দর্শকদের। ভোটিং পর্বেও তিনি টপ থ্রিতে অবস্থান করছিলেন। কখনো প্রথম, কখনো দ্বিতীয় বা তৃতীয় স্থানে ওঠানামা করছেন।

এদিকে বুধবার (১৯ নভেম্বর) মিথিলার জন্য ভোট দেওয়ার শেষ দিন। তাই তাকে শীর্ষে রাখতে আজই শেষ সুযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ নিয়ে আহ্বান জানিয়েছেন মিথিলা।

তিনি সবার দোয়া চেয়ে লিখেছেন, “আমরা দেখিয়ে দিয়েছি, বাঙালিরা চাইলে অনেক কিছু করতে পারে। আজই শেষ দিন। আশা করি বাংলাদেশ আবার এক নম্বরে যাবে।”

মিথিলাকে ভোট দিতে হলে ‘মিস ইউনিভার্স’ অ্যাপ চালু করে দেশ তালিকা থেকে বাংলাদেশ নির্বাচন করতে হবে। এরপর ‘গেট ভোট’ অপশনে গিয়ে ‘পিপলস চয়েস’ বিভাগের তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করতে হবে। বিজ্ঞাপন দেখলে অতিরিক্ত ভোটও যোগ হবে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভোটিং পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পিপলস চয়েসে প্রথম হতে পারলে সরাসরি সেরা ৩০-এ জায়গা নিশ্চিত হয়। মিথিলা বলেন, “ফলাফল যাই হোক, আমি খুশি। দেশের মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। এই ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাব।”

এর আগেও মিস ইউনিভার্স বাংলাদেশ হয়েছিলেন মিথিলা। তবে করোনা মহামারির কারণে ২০২০ সালের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত না হওয়ায় সেবার তার অংশ নেওয়া হয়নি তার। এবারের আসরের ভোটের ফলাফল জানা যাবে ২১ নভেম্বর।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিস ইউনিভার্স #মিথিলা #তানজিয়া জামান মিথিলা