ভূমিকম্পের আতঙ্কে তাড়াহুড়ো করে ভবন থেকে নামতে গিয়ে সারাদেশে আহত হয়েছেছেন কয়েক শতাধিক। এদের মধ্যে ৯০ জন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপারেশন হয়েছে ১০ রোগীর।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত ভূমিকম্পে আহত ৯০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে গিয়ে, মাথা ঘুরে পড়ে ও ভারী বস্তু চাপা পড়ে আহত হয়েছেন অনেকে। আহতদের চিকিৎসায় লম্বা সারি পড়েছে পঙ্গু হাসপাতালে।
বিকেল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানী ও আশেপাশের জেলা থেকে এই হাসপাতালে ভূমিকম্প থেকে নামতে গিয়ে, ভবন থেকে পড়ে, কোনো কিছুর আঘাতে আহত ৯০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভূমিকম্পে আহত বিউটি বেগমের পরিবারের সদস্যরা জানান, সাভারের আশুলিয়ার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় থাকেন বিউটি বেগম (৩৫)। সকালে কাপড় শুকানোর জন্য একাই গিয়েছিলেন ভবনের ছাদে। রশিতে কাপড় মেলে দেয়ার সময় হঠাৎ করেই দুলতে থাকে ভবন আর ছাদ। কিছু বুঝে উঠার আগেই মাথা ঘুরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে যান বিউটি বেগম। প্রাণে বেঁচে গেলেও মাথা, কোমর ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
স্ত্রীকে নিয়ে হাসপাতালে আসা আবিদ আল হাসান জানান, কাওলার ৭ম তলা ভবনে স্ত্রীকে নিয়ে থাকেন তিনি। সকালে নাস্তা করছিলেন তারা। হঠাৎ তীব্র ঝাঁকুনি ভবন কাঁপতে থাকে। দরজা খুলে স্বামী-স্ত্রী সিঁড়ি দিয়ে নিচে নিরাপদ স্থানে যাওয়ার জন্য দৌড় দেন। সিঁড়িতে পা বেঁকে গিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রী মিথিলা হাসানের পা ভেঙে যায়। বিকালে স্ত্রীকে নিয়ে পঙ্গু হাসপাতালে এসেছেন তিনি।
পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল জানান, হাসপাতালে আসা রোগীদের বেশির ভাগেরই হাত–পা ভাঙাসহ বিভিন্ন ধরনের আঘাত রয়েছে। এ পর্যন্ত ৯০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গুরুতর আহত হওয়ায় ১৮ জনকে ভর্তি করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
আই/এ