লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে হানিবাল গাদ্দাফিকে জামিনে মুক্তি দিয়েছে লেবানন। গেল সোমবার (১০ নভেম্বর) ৯ লাখ ডলারের বন্ডে প্রায় এক দশক পর তাকে কারাগার থেকে মুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ।
হানিবাল গাদ্দাফি ২০১৫ সাল থেকে লেবাননে বিচার ছাড়াই আটক ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ- ১৯৭৮ সালে নিখোঁজ হওয়া শিয়া ধর্মীয় নেতা মুসা আল-সাদরের বিষয়ে তথ্য গোপন করেছিলেন তিনি। তবে ওই ঘটনায় তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক বিচারই শুরু হয়নি এই এক দশকে ।
মুসা আল-সাদরের নিখোঁজের সময় হানিবালের বয়স ছিল মাত্র দুই বছর এবং পরবর্তীতে তিনি লিবিয়ার কোনো সরকারি গুরুত্বপূর্ণ পদেও ছিলেন না। বিভিন্ন মানবাধিকার সংগঠন তার দীর্ঘ সময়ের এই আটককে বেআইনি বলে সমালোচনা করে আসছিল।
উল্লেখ্য, ২০২৩ সালে বিচার বহির্ভূত কারাবাসের প্রতিবাদে অনশন শুরু করলে হানিবাল অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন। পরে আদালত প্রথমে ১১ মিলিয়ন ডলারে জামিন নির্ধারণ করলেও আপত্তির পর তা কমিয়ে ৯ লাখ ডলারে নামানো হয়।
এসএইচ//