আন্তর্জাতিক

ব্রাজিলে টর্নেডোর তাণ্ডবে পাঁচ জনের মৃত্যু, আহত ৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের পারানা রাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকু শহরে ভয়াবহ টর্নেডোর আঘাতে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৩২ জন। শনিবার (০৮ নভেম্বর) দেশটির সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই টর্নেডোয় শহরের ৮০ শতাংশ এলাকা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে, স্থানীয় আবহাওয়া পরিষেবাস্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝড়ে অসংখ্য ঘরবাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, দুই জন এখনো নিখোঁজ রয়েছেন।

পারানার সিভিল ডিফেন্স প্রধান ফার্নান্দো শুনিগ জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে সরাসরি টর্নেডো আঘাত হানায় যুদ্ধক্ষেত্রের মতোক্ষয়ক্ষতি হয়েছে। 

এছাড়াও, আবহাওয়া কর্তৃপক্ষ পারানা, সান্তা ক্যাটারিনা ও রিও গ্র্যান্ডে দো সুল অঞ্চলে নতুন করে বিপজ্জনক ঝড়ের সতর্কতা জারি করেছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাজিলে #টর্নেডো #পারানা