আন্তর্জাতিক

প্রধান উপদেষ্টাকে বক্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  ভারতের নেটওয়ার্ক এইটিন গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর কাছে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ তিনি এ  আহবান জানান।

শুক্রবার (০৭ নভেম্বর) গ্রুপটির সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকারে রাজনাথ সিং আরো জানিয়েছেন, ‘নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ সম্পর্ক’ চায় না। ভারত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। তবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায়।’

গেল বছর শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ড. মুহাম্মদ ইউনূস #বাংলাদেশে #প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং #ভারতে