আন্তর্জাতিক

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউজে দাপ্তরিক বৈঠকে বসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সোমবার (৩ নভেম্বর) হোয়াইট হাউজের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন

এই সফরে ট্রাম্প ও বিন সালমানের মধ্যে মার্কিন-সৌদি প্রতিরক্ষা চুক্তি, অস্ত্র বিক্রি এবং আব্রাহাম চুক্তিতে সৌদি অংশগ্রহণসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে

মূলত, প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে উৎসাহিত করছেন ২০২০ সালে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে ওই চুক্তি সম্পন্ন করেছিল যার মাধ্যমে দেশগুলো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে

তবে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সৌদি আরব এখনো এ চুক্তিতে যুক্ত হতে দ্বিধায় রয়েছে

ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, বৈঠকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সৌদি আরবের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী এবং দুই দেশের মধ্যে জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতাও ঘনিষ্ঠ পর্যায়ে রয়েছে

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন #ডোনাল্ড ট্রাম্পে #সৌদি যুবরাজ #মোহাম্মদ বিন সালমান