মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনা করেছেন হলিউড তারকা হ্যারিসন ফোর্ড।
তিনি বলেন, ‘আমি ইতিহাসে ট্রাম্পের চেয়ে বড় অপরাধী দেখিনি। তার অজ্ঞতা ও নির্বুদ্ধিতা পৃথিবীকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।’
রোববার (০২ নভেম্বর) শিকাগোর ফিল্ড মিউজিয়ামে পরিবেশ সুরক্ষা পুরস্কার গ্রহণের আগে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এর সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন হ্যারিসন।
মূলত বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবহেলা ও দায়িত্বহীনতা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ফোর্ড আরও বলেন, ‘ট্রাম্প প্রশাসন আগের সব পরিবেশনীতি ধ্বংস করেছে এবং জলবায়ু সংকটকে উপহাসে পরিণত করেছে।’
এসএইচ//