দেশজুড়ে

টয়লেট থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারে অশান্তি ও ঋণের চাপে মকবুল হোসেন (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধার আত্মহত্যা করেছে। তিনি ওই এলাকার মৃত ফজলে রহমানের ছেলে।

রোববার (২ নভেম্বর) ফুলবাড়ী থানা পুলিশ উপজেলার ভাঙ্গামোড়  ইউনিয়নের নগরাজপুর এলাকায় ওই মুক্তিযোদ্ধার বাসা থেকে মরদেহ উদ্ধার করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন ,বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন দীর্ঘ দিন ধরে ঋণের চাপ ও পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। এক পর্যায়ে তিনি পরিবারের অজান্তে গতকাল সকালে নিজ বসত বাড়ির টয়লেটের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বাড়ীর লোকজন টয়লেটে যাওয়ার সময় তার ঝুলন্ত মরদেহ দেখে ডাকাডাকি করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান জানান, এক দিকে পারিবারিক অশান্তি অন্য দিকে ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে তিনি শুনেছেন

 

ওসি শওকত আলী সরকার জানান, বীর মুক্তিযোদ্ধার মরদেহ ময়না তদন্ত শেষে সোমবার দুপুরে তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি পারিবারিক অশান্তি ও ঋনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #মুক্তিযোদ্ধা