দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ফিরলেন বাংলা গানের যুবরাজখ্যাত আসিফ আকবর। রোববার (০২ নভেম্বর) তিনি দেশের জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-তে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। এই প্রত্যাবর্তন যেন বিটিভি দর্শকের জন্য এক নস্টালজিয়ার সঙ্গে উত্তেজনা মিশ্রিত মুহূর্ত তৈরি করেছে।
২০০৮ সালের পর থেকে আসিফ আকবর ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভির ‘কালো তালিকায়’। সরকারি মাধ্যম দুটিতে দীর্ঘ সময় তাকে আমন্ত্রণ জানানো হয়নি। যদিও সরকারের পরিবর্তনের পর তাকে নতুনভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তিনি গত বছরের সেপ্টেম্বরে তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন। এবার ‘নতুন কুঁড়ি’র আহ্বান তিনি উপেক্ষা করতে পারেননি।
শিশু-কিশোরদের সঙ্গে দেখা ও কথা বলার সময় আসিফ আকবর মন্তব্য করেন, মাঝখানের কিছু বছর বাচ্চাদের সংস্কৃতি ও খেলাধুলার চর্চা থেকে আমরা উদাসীন ছিলাম।
তিনি বলেন, ভালো নাগরিক ও সমাজ গঠনের জন্য সংস্কৃতি ও খেলাধুলার বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি’ ঠিক এমন একটি প্লাটফর্ম, যা শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আসিফ আরও জানান, তিনি নিজেও বিটিভি’র প্রোডাক্ট। যেখানে তার শৈশবের স্মৃতি জড়িত। নতুন কুঁড়ির পুনরায় আয়োজন শিশুদের সাহস ও উৎসাহ দেখার সুযোগ করে দিচ্ছে। তিনি মনে করেন, বাংলাদেশের সংস্কৃতিতে কোনো ধর্মীয় বিভাজন থাকবে না এবং সবাই সমঅধিকার নিয়ে থাকে।
গায়ক সোহেল মেহেদী তার ফেসবুকে লিখেছেন, দীর্ঘ সময় পর আসিফ আকবর বিটিভিতে উপস্থিত হয়েছেন। তিনি উল্লেখ করেছেন, বিটিভি’র মাধ্যমে বাংলা গানের অনেক জনপ্রিয় সৃষ্টি প্রথম প্রচারিত হয়েছিল। নতুন কুঁড়ি অনুষ্ঠানই এই প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছে।
ফাইনাল পর্বে উপস্থিত আসিফ আকবরকে দেখে বিটিভির কর্মী, শিশু প্রতিযোগী ও অভিভাবকরা আনন্দে ভরে ওঠেন। বিচারকদের মধ্যে ছিলেন গীতিকার ইথুন বাবু, কিংবদন্তি সংগীতশিল্পী খুরশিদ আলম, হাসান চৌধুরী, শ্রাবনী রুমানা ও আনিসুর রহমান তনু। পুরো পরিবেশে শৈশবের নস্টালজিয়া, প্রতিভার উচ্ছ্বাস ও বিটিভি’র প্রাণবন্ত মুহূর্ত ফুটে উঠেছে।
এসি//