প্রবাসী বাংলাদেশিদের জন্য নিউ ইয়র্কে যুক্ত হলো আরেকটি সাফল্যের পালক। স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জমকালো আয়োজনে জ্যামাইকার হিলসাইড এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির নিউ ইয়র্ক স্টুডিও।

উদ্বোধনী এই আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ—নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোল্ডেন এজ হোমকেয়ার-এর প্রতিষ্ঠাতা শাহনেওয়াজ, জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির পরিচালক আসিফ আকবর, এবং বাংলাদেশ সোসাইটির আহসান হাবিবসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, “নিউ ইয়র্কে স্টুডিও চালুর মাধ্যমে উত্তর আমেরিকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের দায়বদ্ধতা আরও গভীর হলো।”
তিনি আরও বলেন, “আরটিভি এখন কেবল একটি টেলিভিশন চ্যানেল নয়, এটি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশিদের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে।”

অনুষ্ঠানে আরটিভির চলমান অনুষ্ঠান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসী কমিউনিটিকে ঘিরে সম্ভাব্য কভারেজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংগীতশিল্পী আসিফ আকবর তার বক্তব্যে আরটিভির সাথে নিজের দীর্ঘদিনের সম্পর্ক এবং স্মৃতিময় অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আরটিভি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এসেছে।” পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, “উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের তথ্যের নির্ভরযোগ্য জানালা হবে আরটিভি।”

শারমিনা সিরাজ সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফাহাদ সোলায়মান, অভিনেতা বাবুল আহমেদ, ইমন, শাহনাওয়াজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও নারী উদ্যোক্তা রানু নাওয়াজ, প্রিয়ন্তীর সিইও মনোয়ার পাঠান, অলিভ আহমেদ, সংগীতশিল্পী বাদশা বুলবুল, আতিয়া আনিসা, টিনা রাসেল, অনিক রাজ, রেশমি মির্জা, শেখ নীলিমা শশী, নাজু আকন্দ, রন্টি দাশ, পলি সায়ন্তী, অভিনয়শিল্পী, হিল্লোল, নওশিন, মোনালিসা, নোভা, কমিউনিটি অ্যাকটিভিস্ট তরিকুল ইসলাম মিঠু, বদরুদ্দোজা সাগর, পরিচালক নাঈম ইমতিয়াজ নেয়ামুল, রনি ভৌমিক, সাংবাদিক বেলাল আহমেদ, ফটো সাংবাদিক নেহার সিদ্দিকী, সাউন্ড ইন্জিনিয়ার আরিফুজ্জামান, দ্য ক্যাপ্টেনব্যান্ডসের সৌরভ, নওয়াজ, মিঠুন, সায়েদুর রহমানসহ বাংলার গায়েন ও ইয়াংস্টারের একঝাঁক তারকা সংগীতশিল্পী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আরটিভির নিউ ইয়র্ক স্টুডিও উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব ২০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। আকর্ষণীয় দ্বিতীয় পর্বটি নিউ ইয়র্ক সময় ২৭ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
