দেশজুড়ে

গোয়ালন্দে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে বন্ধ রয়েছে ওই এলাকার ট্রেন চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ রেলওয়ে থানার ইনচার্জ আবদুর রাজ্জাক

সোমবার (০৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ওই ইঞ্জি‌নের একটি চাকা লাইনচ্যুত হয়। যার কার‌ণে ছে‌ড়ে যে‌তে পা‌রেনি পোড়াদহগামী ট্রেন‌টি। তবে দুপুরের আগে এই রুটে আর কোনো ট্রেন নেই।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ভো‌রে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন থে‌কে ছে‌ড়ে গোয়ালন্দ ঘাট স্টেশ‌নে যায় সাটল ট্রেন‌টি। সেখা‌নে ইঞ্জিন ঘোরা‌নো‌র সময় ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। জেলা শহ‌র থে‌কে রি‌লিফ ট্রেন আস‌লে ট্রেন‌টি ওঠা‌নো হ‌বে।।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজবাড়ী #পোড়াদহ #ট্রেনের #লাইনচ্যুত #ইঞ্জিন