আন্তর্জাতিক

তালেবানের অনুরোধে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের তালেবান সরকারের অনুরোধে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান। পারস্পরিক সম্মতির ভিত্তিতে গৃহীত এই সিদ্ধান্ত বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। খবর জিও নিউজ।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে পাকিস্তান ও তালেবান বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে দুই পক্ষ গঠনমূলক আলোচনায় বসবে, যার লক্ষ্য হবে সীমান্ত উত্তেজনার ‘ইতিবাচক ও টেকসই সমাধান খুঁজে বের করা।’

জিও নিউজের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা আগে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবান অবস্থানগুলোর ওপর নির্ভুল হামলা চালায়। এতে তালেবানের ব্যাটালিয়ন নম্বর ৪ ও বর্ডার ব্রিগেড নম্বর ৬ সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

সূত্রগুলো আরও জানায়, এসব হামলায় অন্তত ১২জন তালেবান যোদ্ধা ও বিদেশি অপারেটিভ নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আফগানিস্তান #পাকিস্তান #যুদ্ধ #যুদ্ধবিরতি