সংস্কার এখন জাতীয় দাবি, আমরাও তা চাই। যে-ই সরকার গঠন করুক, এই সংস্কার বাস্তবায়ন করতেই হবে। এজন্যই আমরা গণভোটের প্রস্তাব দিয়েছি। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এবং সেটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা আমাদের লক্ষ্য। কিন্তু জুলাই জাতীয় সনদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।’
তিনি বলেন, ‘সংস্কার এখন জাতীয় দাবি, আমরাও তা চাই। যে-ই সরকার গঠন করুক, এই সংস্কার বাস্তবায়ন করতেই হবে। এজন্যই আমরা গণভোটের প্রস্তাব দিয়েছি।’
বিএনপি জুলাই সনদে সই করবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘আমরা সবাই জুলাই জাতীয় সনদে সই করবো। যেসব বিষয়ে আমাদের মতভেদ আছে, সেগুলো ‘নোট অব ডিসেন্ট’ আকারে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। কারণ মতবিরোধ প্রকাশের সুযোগ রাখার জন্যই তো ঐকমত্য কমিশনে আলাপ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছি—গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের সময় জনগণের মত নেওয়া যেতে পারে। এর মধ্য দিয়েই জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ তৈরি হবে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যারা নোট অব ডিসেন্ট দিয়েছে, তারা নির্বাচনি ইশতেহারে বিষয়গুলো উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পেলে তা বাস্তবায়ন করতে পারবে। এতে করে আর কেউ সই করা থেকে বিরত থাকার অজুহাত দেখাতে পারবে না।’
এমএ//