পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। ফলে শাহবাগের সড়কে সকল ধরণের যানচলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৩ মিনিটের দিকে তারা শাহবাগে অবস্থা নেন।
শাহবাগ ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা শহীদ মিনার থেকে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রওনা দেয়। দুপুর ২টায় দিকে জাতীয় গ্রন্থাগারের আগেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এসময় ব্যারিকেডের সামনেই শিক্ষকরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
এর আগে গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আগামীকাল বুধবার দুপুর ১২ ঘটিকায় শাহবাগ ব্লকেড পালিত হবে। সারাদেশের শিক্ষক–কর্মচারীরা দলে দলে যোগ দিন। বিজয় আমাদের সুনিশ্চিত।’
প্রসঙ্গত, ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভে নেমেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা।
শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে— মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।
তারা জানিয়েছেন, এই দাবিগুলোর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত দেশজুড়ে কর্মবিরতি অব্যাহত থাকবে।
এমএ//