চাঁদাবাজির মামলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ইউপিডিএফের আরেক নেতা সুমন চাকমাকেও একই সাজা দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাঙামাটির বিশেষ জজ আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩০ অক্টোবর লংগদু উপজেলায় একটি চাঁদাবাজির ঘটনায় মাইকেল চাকমা ও সুমন চাকমাসহ তিন জনকে আসামি করে মামলা করেছিল লংগদু থানা পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত মামলার রায় দেন। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার ৩ নম্বর আসামি প্রদীপ চাকমাকে খালাস দিয়েছেন আদালত।
২০০৭ সালে লংগদু থানার ভাইবোনছড়া এলাকায় খুন, চাঁদাবাজি এবং মারধরের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মাইকেল চাকমাকে একটি দেশি অস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ আটক করা হয়। পরে এ ঘটনায় লংগদু থানার এএসআই মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
প্রসঙ্গত, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ২০১৯ সালের ৯ এপ্রিল তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী কয়েকজন লোক। গত বছরের ৭ আগস্ট পাঁচ বছর তিন মাস পর বন্দি দশা থেকে মুক্তি পান মাইকেল। এ দীর্ঘ সময় আয়না ঘরে বন্দি ছিলেন বলে দাবি করেন তিনি।
আই/এ