বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, যারা ধর্মের নামে রাজনীতি করে বেহেশতের টিকিট দেখিয়ে ভোট চায়, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ দখল করে রেখেছে— সেই অশুভ শক্তির মুখোশ এবার উন্মোচিত হবে। বিএনপি জনগণের দল, জনগণের ভোটেই বিজয়ী হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, অদৃশ্য ছায়াশক্তির সব ষড়যন্ত্রের বাধা পেরিয়ে বিএনপি জনগণের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার করবে।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার-পরিজনরা গত ১৮ বছর ধরে নির্যাতন-নিপীড়ন সহ্য করে আসছে। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, কিন্তু আমাদের এখনো চার মাসের কঠিন লড়াই বাকি। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ভেদাভেদ ভুলে সংগঠনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে। জনগণের কাছে ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে।
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকার মুরুব্বি ও গ্রহণযোগ্য ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করুন, মা-বোনদের পাশে নিয়ে ধর্মের ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করুন। তাহলে মুড়ি ফোটার মতো ধানের শীষের ভোট ছড়িয়ে পড়বে, বিজয় আমাদের হবেই।
সভায় তিনি ইউনিয়ন পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে ১২ দফা প্রশ্নমালা নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি মো. মকবুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আই/এ