ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত ও নিখোঁজ রয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (০৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মিরিক ও সুখিয়াপোখরিসহ বিভিন্ন এলাকায় ভূমিধসের পর উদ্ধার তৎপরতা চলছে। ভারী বর্ষণের কারণে দার্জিলিং-শিলিগুড়ি মহাসড়কসহ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিমের সংযোগও বন্ধ রয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী ৭ অক্টোবর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ইতোমধ্যে সিকিমের ছয় জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, পরে তা অরেঞ্জ অ্যালার্টে নামানো হয়েছে।
ভূমিধসের কারণে দার্জিলিংয়ের জনপ্রিয় পর্যটনস্থল টাইগার হিল ও রক গার্ডেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। স্থগিত করা হয়েছে ঐতিহ্যবাহী টয় ট্রেন সার্ভিসও।
এমএ//