বিনোদন

ক্ষমা চাইলেন টিকটকার নওরিন আফরোজ প্রিয়া

বিনোদন ডেস্ক

আইন লঙ্ঘনের অভিযোগে আলোচিত টিকটক নির্মাতা নওরিন আফরোজ প্রিয়ার আর্টসঅবপ্রিয়াশোরুমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন প্রিয়া।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও বার্তায় প্রিয়া বলেন, অভিযানের সময়  তিনি ছিলেন না।

তবে পরে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন,ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা আমার শো-রুমে গিয়ে অভিযান চালান। আইন অনুযায়ী ব্যবস্থা নেন। আমার কর্মীরা জরিমানার অর্থ পরিশোধ করেছে। আমি ভোক্তাদের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিই এবং ভবিষ্যতে এ ধরনের ভুল যেন না হয়, সেদিকে নজর রাখব।

 

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন,অনলাইনে অর্ডারের টাকা নিয়ে পণ্য ডেলিভারি না দেওয়া, দেশীয় পণ্যকে বিদেশি বলে প্রতারণার আশ্রয় নেওয়া, পণ্যের গায়ে কোন লেভেল না থাকা এবং তেল, সাবান, ঘিসহআরওঅনেকপণ্যবিএসটিআইয়েরঅনুমোদনছাড়াইবিক্রিকরারশোরুমটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রিয়া #টিকটক নির্মাতা