আন্তর্জাতিক

লন্ডনে পানির লাইন ফেটে ভয়াবহ বন্যা

ইংল্যান্ডের রাজধানী লন্ডনে পানির মূল সরবরাহ লাইন ফেটে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট’ কোর্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে দিকে নগরীর মেরিলেবোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর বিবিসি

প্রতিবেদনে বলা হয়, পানির পাইপ লাইন ফেটে মুহূর্তেই কয়েক হাজার গ্যালন পানি রাস্তায় ঢুকে পড়ে। ফলে ডুবে যায় আশপাশের সড়ক। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রবল পানির স্রোতে অনেক ভবনের নিচতলার জানালা ভেঙে যায়। এসময় অনেকে জীবন বাঁচাতে সাঁতরে বের হন। 

জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত অভিযান চালিয়ে ভবনগুলোর নিচতলা ও বেসমেন্ট থেকে প্রায় ১৪ জনকে উদ্ধার করে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আটটি ফায়ার ইঞ্জিন ও প্রায় ৬০ জন কর্মীরা একত্রে কাজ করে পানি সরায়।

স্থানীয় এক ব্যবসায়ী বিবিসিকে জানিয়েছে, প্রথমে পানি বেসমেন্টে ঢোকে এবং খুব অল্প সময়েই ওপরের তলায় উঠে যায়। কয়েক মিনিটের মধ্যে চারপাশ সমুদ্রের মতো ডুবে যায়। 

তিনি বলেন, “পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, মনে হচ্ছিল যুদ্ধক্ষেত্রে আছি, মানুষ চারদিকে দৌড়াচ্ছে, কারও জানা নেই কোথায় যাবে।”

এই দুর্ঘটনার প্রভাব পড়েছে আইনি কার্যক্রমেও। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে সেগুলো স্থগিত করা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ এই পাইপ লাইনের বন্যায় তাদের ঘরবাড়ি ও ব্যক্তিগত সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকে নিরাপদ আশ্রয়ে আছেন বলে ও জানা যায়। তবে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলে জানান স্থানীয়রা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #লন্ডন