বিনোদন

মাত্র ৩৮ বছরেই চলে গেলেন ‘পবিত্র রিশতা’র অভিনেত্রী প্রিয়া

বিনোদন ডেস্ক

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ, অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে না ফেরার দেশে পাড়ি জমালেন এই প্রতিভাময়ী তারকা। রোববার (৩১ আগস্ট) ভোররাতে মুম্বাইয়ের মীরা রোডে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  প্রিয়ার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছে তার পরিবার।

প্রিয়া মারাঠের অভিনয়জীবন শুরু হয়েছিল ২০০৭ সালে, জি মারাঠি চ্যানেলে প্রচারিত একটি ধারাবাহিকের মাধ্যমে। যদিও শুরুটা মারাঠি টেলিভিশন দিয়ে, খুব অল্প সময়েই তিনি হিন্দি সিরিয়াল জগতে নিজের অবস্থান শক্ত করে নেন।

তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় একতা কাপুর প্রযোজিত জনপ্রিয় সিরিয়াল ‘পবিত্র রিশতা’, যেখানে তিনি বর্ষা চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

প্রিয়ার অভিনয়ের গুণে আরও অনেক হিন্দি ধারাবাহিকে তিনি নিজেকে প্রমাণ করেছেন।

‘কসম সে’-তে বিদ্যা বালি, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’–এ জ্যোতি মালহোত্রা এবং ‘সাথ নিভানা সাথিয়া’–তে ভবানী রাঠোর চরিত্রে তার সাবলীল ও প্রাণবন্ত অভিনয় প্রশংসিত হয়।

অভিনয়ের পাশাপাশি 'কমেডি সার্কাস'-এ অংশ নিয়ে কৌতুকাভিনেত্রী হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেন প্রিয়া। তার সহজাত হিউমার সেন্স দর্শকদের হৃদয় ছুঁয়ে যেত বারবার।

প্রিয়া মারাঠে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা শান্তনু মোগের সঙ্গে, যিনি ঐতিহাসিক সিরিয়াল ‘স্বরাজ্যরক্ষক সাম্ভাজি’-তে ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। ক্যানসারের চিকিৎসা চলাকালীন শান্তনু সবসময় প্রিয়ার পাশে ছিলেন।

প্রিয়ার অকালপ্রয়াণে মারাঠি ও হিন্দি টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্ত—সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, শেয়ার করছেন স্মৃতি, ভালোবাসা ও শোকবার্তা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রিয়া মারাঠে #পবিত্র রিশতা #সুশান্ত সিং