বিনোদন

আর গান গাইবেন না তাহসান!

বিনোদন ডেস্ক

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই ঘোষণা দিয়েছেন, তিনি আর কনসার্ট করবেন না। বর্তমানে অস্ট্রেলিয়ায় সফররত এই প্রতিভাবান তারকা, ২৫ বছরের দীর্ঘ সংগীত ক্যারিয়ারের এক বিশেষ মুহূর্ত উদযাপন করছেন।

সফরের এক আয়োজনে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “এটাই আমার শেষ কনসার্ট। ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করতে আর ভালো লাগে না।”

তাহসানের এই ঘোষণার পর তার ভক্ত-অনুরাগীদের মধ্যে এক শোকস্মৃতির হাওয়া বয়ে গেছে। সংগীতের পাশাপাশি অভিনয়ও তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। তবে, অভিনয় থেকেও তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এর আগে। এর মূল কারণ, কণ্ঠনালির জটিলতা—বিশেষত 'হেটেরোটোপিয়া' নামক রোগ, যার জন্য তিনি ২০১৮ সালে ভক্তদের জানিয়েছিলেন, তার গান গাওয়ার সক্ষমতা ক্রমেই কমে যাচ্ছে।

এছাড়া, তাহসান সম্প্রতি ঘোষণা করেছেন যে, তিনি তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন।

 

তাহসান খান সংগীতের যাত্রা শুরু করেছিলেন "ব্ল্যাক" ব্যান্ডের মাধ্যমে, যেখানে তিনি ছিলেন প্রধান কণ্ঠশিল্পী। সেই সময়ে ব্যান্ডটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। পরবর্তীতে তিনি একক শিল্পী হিসেবে আরও শক্তিশালীভাবে সংগীতাঙ্গনে পদার্পণ করেন। “তাহসান অ্যান্ড দ্য সুফিজ” এবং সর্বশেষ “তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড” নামে তার ব্যান্ড গঠন করেন। একক এবং ব্যান্ড উভয় ক্ষেত্রেই তার গানগুলো মুগ্ধ করেছে দর্শক-শ্রোতাদের। তার মেলোডিয়াস কণ্ঠ, হৃদয়স্পর্শী গান এবং সৃজনশীলতার জন্য তাকে চিরকাল মনে রাখবে তার ভক্তরা।

এ সম্পর্কিত আরও পড়ুন #তাহসান #সংগীতশিল্পী