জেমস ও আলি আজমতের অনুষ্ঠান বাতিলের পর ঢাকায় স্থগিত হলো আরও একটি আন্তর্জাতিক কনসার্ট। আগামী ১২ ডিসেম্বর ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনের কনসার্ট হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে আয়োজনটি আপাতত স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন।
রাজধানীর ১০০ ফিটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউতে কনসার্টটি হওয়ার কথা ছিল। এক ফেসবুক পোস্টে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দর্শক, স্পনসর ও টিকিটধারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে।

কনসার্ট স্থগিত হওয়ায় টিকিটের অর্থ ফেরত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ক্রেতাদের মধ্যে। এ বিষয়ে হাইপনেশন জানিয়েছে, শিগগিরই রিফান্ড নীতিমালা জানানো হবে।
অনুব জৈনর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’, ‘যো তুম মেরি হো’, ‘হুসন’। গত আগস্টে কোক স্টুডিও ভারতের জন্য গাওয়া এই শিল্পীর ‘আরজ কিয়া হ্যায় কি’ গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা পায়।
এর আগে ১৪ নভেম্বর অনুমতি না পাওয়ায় স্থগিত হয় ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্ট, যেখানে অংশ নেওয়ার কথা ছিল জেমস ও পাকিস্তানের আলি আজমতের। আয়োজক অ্যাসেন কমিউনিকেশন জানিয়েছে, ঈদের পর আয়োজনটি করার পরিকল্পনা রয়েছে।

আগামী কয়েক সপ্তাহে ঢাকায় জাল, কাবিশ ও আতিফ আসলামের কনসার্টসহ আরও কয়েকটি আন্তর্জাতিক শো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসএইচ//