বাংলাদেশ

'হাসিনার সময়ে জঙ্গি হামলার ঘটনা ছিল নাটক’: মাহমুদুর রহমান

আওয়ামী লীগ সরকারের সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনাগুলো ‘নাটক’ ছিল। এমনটাই দাবি করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক তার বইতে এ তথ্য উল্লেখ করেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীদের জেরার সময় মাহমুদুর রহমান এ মন্তব্য করেন। 

এদিন জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। 

এর আগে প্রথম দিনে সাক্ষ্যে মাহমুদুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য বিচার বিভাগকে ব্যবহার করে ‘ফ্যাসিস্ট শাসক’ হিসেবে ক্ষমতা ধরে রাখেন।

দ্বিতীয় দিনের জেরায় তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের পুনরাবৃত্তি রোধের মতোই, এই বিচারের মাধ্যমে বাংলাদেশেও যেন ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে।

মাহমুদুর রহমান আরও উল্লেখ করেন, ন্যায়বিচার হলে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আওয়ামী লীগ #দৈনিক আমার দেশ #মাহমুদুর রহমান