বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে পদবি ব্যবহার নিয়ে বিরোধ নিরসনে সরকার গঠিত কমিটির বৈঠকে তিনটি প্রস্তাব উঠে এসেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সুপারিশ কমিটির সভাপতি ও উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রস্তাবগুলো হলো—
১. স্নাতক ডিগ্রিধারীরা নামের আগে 'ইঞ্জিনিয়ার' লিখবেন আর অন্যরা নামের আগে 'ডিপ্লোমা ইঞ্জিনিয়ার' লিখবেন।
২. আরেকটি প্রস্তাব হলো নামের আগে কেউ কিছু লিখবেন না, নামের পরে লিখবেন।
৩. আরেকটি প্রস্তাব হলো কিছুই লিখবেন না।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, আলোচনায় উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, আন্দোলনের দাবি অনেক ক্ষেত্রে পরস্পরবিরোধী। তাই সমঝোতার জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হচ্ছে, যেখানে দুই পক্ষের প্রতিনিধি, শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন। তাদের দেওয়া সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রকৌশলীদের কর্মসংস্থান বাড়াতে শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোতে বিএসসি, ডিপ্লোমা এবং টেকনিশিয়ানদের নির্দিষ্ট অনুপাতে নিয়োগ নিশ্চিত করার দিকেও নজর দেওয়া হবে।
সরকার চায় আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হোক এবং কোনো পক্ষের আন্দোলনে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে না হয় বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
এমএ//